গানঃ মন ছুঁয়ে দেখ
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও অনন্যা
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও অনন্যা
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
এই মন ছুঁয়ে দেখ
কত বাসি ভাল
কি মায়াডোরে নিলে জড়িয়ে
আরতো যায় না থাকা তুমি ছাড়া ৷ ৷
কত বাসি ভাল
কি মায়াডোরে নিলে জড়িয়ে
আরতো যায় না থাকা তুমি ছাড়া ৷ ৷
আছো তুমি সবখানে
মিশে আছো হৃদয় জুড়ে
দুঃখে পড়ে পেলাম খুজেঁ
সুখযে তোমারি মাঝে
কি ছিলে আমার তুমি
বলতে না পারি আমি
বোঝাবো কি করে
মনে কি ব্যাথা ৷ ৷
মিশে আছো হৃদয় জুড়ে
দুঃখে পড়ে পেলাম খুজেঁ
সুখযে তোমারি মাঝে
কি ছিলে আমার তুমি
বলতে না পারি আমি
বোঝাবো কি করে
মনে কি ব্যাথা ৷ ৷
ভুলেরই মাসুল যদি এমনই হয়
তবে কেন এ মনে প্রেম এসে যাবে চলে
কি ছিলে আমার তুমি
বলতে না পারি আমি
বোঝাবো কি করে
মনে কি ব্যাথা ৷ ৷
তবে কেন এ মনে প্রেম এসে যাবে চলে
কি ছিলে আমার তুমি
বলতে না পারি আমি
বোঝাবো কি করে
মনে কি ব্যাথা ৷ ৷
RBT: ROBI 1809614 B.LINK 5451629 AIRTEL 2936402
No comments:
Post a Comment