+ -

Pages

Saturday, 7 November 2015

গানঃ সুরাইয়া

গানঃ সুরাইয়া
কথাঃ রবিউল ইসলাম জীবন
শিল্পীঃ সানিয়া সুলতানা লিজা
সুর ও সংগীতঃ আরফিন রুমি
অ্যালবামঃ পাগলী সুরাইয়া

রসিক নাইয়া দেখো না চাইয়া
মন উতলা তোমারে পাইয়া
দেখি তোমায় নয়ন ঘুরাইয়া
আমি যে তোমার পাগলী সুরাইয়া
এসোনা একটু কাছে
দাওয়া একটু ছুঁয়ে
ও বাবুজি পারদেশীয়া
এই জগতে প্রেমিক অনেক
কেউ যে তোমার মতনা
কেমনে বোঝাই তোমায় আমি
ভালবাসি কতনা 
কি যে জাদু করে আমায়
প্রেমে দিলা ডুবাইয়া
কিছুই ভাল লাগেনা আমার
আমি যে তোমার পাগলী সুরাইয়া
এসোনা একটু কাছে
দাওয়া একটু ছুঁয়ে
ও বাবুজি পারদেশীয়া
দোহাই লাগে আদর করে
হাতটা আমার ধরনা
অনুভবের রঙিন নেশায়
আমায় পাগল করনা
কি যে জাদু করে আমায়
প্রেমে দিলা ডুবাইয়া
কিছুই ভাল লাগেনা আমার
আমি যে তোমার পাগলী সুরাইয়া
এসোনা একটু কাছে
দাওয়া একটু ছুঁয়ে
ও বাবুজি পারদেশীয়া। 
5 Arfin Rumey Songs Lyric: গানঃ সুরাইয়া গানঃ সুরাইয়া কথাঃ রবিউল ইসলাম জীবন শিল্পীঃ সানিয়া সুলতানা লিজা সুর ও সংগীতঃ আরফিন রুমি অ্যালবামঃ পাগলী সুরাইয়া রসিক নাইয়া দেখো না চ...

1 comment:

< >