গানঃ প্রাণ জুড়ে রেখেছি তোমায়
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি ও সানিয়া সুলতানা লিজা
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ পাগলী সুরাইয়া
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি ও সানিয়া সুলতানা লিজা
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ পাগলী সুরাইয়া
দিন রাত জুড়ে এই অন্তরে
কে যেন কে যেন ডেকে যায় মনের ভেতরে
খোলা চোখে দেখি বন্ধ চোখেও পাই
আকাশ হয়ে আছো বুকের মাঝটায়
কে যেন কে যেন ডেকে যায় মনের ভেতরে
খোলা চোখে দেখি বন্ধ চোখেও পাই
আকাশ হয়ে আছো বুকের মাঝটায়
রেখেছো বিভর এই আমায়
প্রাণ জুড়ে রেছেছি তোমায়
প্রাণ জুড়ে রেছেছি তোমায়
অনুভবে সারাক্ষণ কর গুন গুন
তোমাকেই ভাবলে মনেতে ফাগুন
আমার দিন রাত দিয়েছি তোমায়
ডুবে যাই অচিন মায়ায়
তোমাকেই ভাবলে মনেতে ফাগুন
আমার দিন রাত দিয়েছি তোমায়
ডুবে যাই অচিন মায়ায়
রেখেছো বিভর এই আমায়
প্রাণ জুড়ে রেছেছি তোমায়
প্রাণ জুড়ে রেছেছি তোমায়
ভালবেসে বারবার মরবো শতবার
আসবো ফিরে হয়েগো তোমার
আমার ভাবনার পুরোটা পৃথিবী
তোমার নামে লিখে দিতে চাই
আসবো ফিরে হয়েগো তোমার
আমার ভাবনার পুরোটা পৃথিবী
তোমার নামে লিখে দিতে চাই
রেখেছো বিভর এই আমায়
প্রাণ জুড়ে রেছেছি তোমায়।
প্রাণ জুড়ে রেছেছি তোমায়।
No comments:
Post a Comment