+ -

Pages

Saturday, 7 November 2015

গানঃ না বলা কথা-৩

গানঃ না বলা কথা-৩
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ ইলিয়াস হোসাইন ও অরিন
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ না বলা কথা-৩


চোখে চোখে কথা বলো
হৃদয়ে রাখো হৃদয়
মনে মনে ভাসি চলো
হয়ে যাক না প্রণয়
বুকের ভেতর তোমার জন্য
মাতাল হাওয়া বয়
অনুভবে না বলা কথা
বুঝে নিতে হয়
কী মায়ায় জড়ালে
কী জোছনায় ভাসালে
লাগে না কিছু ভাল
সবই যে এলোমেলো
কেন জাগে অনুরাগে
হারানোর ভয়
বুকের ভেতর তোমার জন্য
মাতাল হাওয়া বয়
অনুভবে না বলা কথা
বুঝে নিতে হয়
কী আভায় রাঙ্গালে
কী শিহরণ জাগালে
থাকে না মন অন্তরে
রই যে তোমার ঘোরে
মনে রেখো বুকে থেকো
ভেঙ্গো না হৃদয়
বুকের ভেতর তোমার জন্য
মাতাল হাওয়া বয়
অনুভবে না বলা কথা
বুঝে নিতে হয়
5 Arfin Rumey Songs Lyric: গানঃ না বলা কথা-৩ গানঃ না বলা কথা-৩ কথাঃ জাহিদ আকবর শিল্পীঃ ইলিয়াস হোসাইন ও অরিন কম্পোজারঃ আরফিন রুমি অ্যালবামঃ না বলা কথা-৩ চোখে চোখে কথা বলো হৃদয়ে রা...

No comments:

Post a Comment

< >