গানঃ সহেনা যাতনা
কথাঃ রবিউল ইসলাম
সুর ও সংগীতঃ আরফিন রুমি
কন্ঠঃ আরফিন রুমি
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
তুমি কি জানোনা, তুমি কি বোঝনা
তোমারই বিহনে এ মন জ্বলে (ঐ)
তোমারি কথা এ হৃদয় বলে
যদি বাস ভালো আমাকে
তবে কেন থাক দুরে দুরে
সহেনা যাতনা কি করি বলনা
যতনে রেখেছি তেমাকে কতনা (ঐ)
এ মনেরই সীমানায়, তুমি ছাড়া কেউ নাই
আড়াল হলেই যেন মরে যাই (ঐ)
রাত জাগা জোছনায়, মিশে আছো ভাবনায়
জীবন দিয়ে যাই তেমায় (ঐ)
কথাঃ রবিউল ইসলাম
সুর ও সংগীতঃ আরফিন রুমি
কন্ঠঃ আরফিন রুমি
অ্যালবামঃ ভালোবাসি তোমায়
তুমি কি জানোনা, তুমি কি বোঝনা
তোমারই বিহনে এ মন জ্বলে (ঐ)
তোমারি কথা এ হৃদয় বলে
যদি বাস ভালো আমাকে
তবে কেন থাক দুরে দুরে
সহেনা যাতনা কি করি বলনা
যতনে রেখেছি তেমাকে কতনা (ঐ)
এ মনেরই সীমানায়, তুমি ছাড়া কেউ নাই
আড়াল হলেই যেন মরে যাই (ঐ)
রাত জাগা জোছনায়, মিশে আছো ভাবনায়
জীবন দিয়ে যাই তেমায় (ঐ)
No comments:
Post a Comment