গানঃ প্রথম আশা
শিল্পীঃ লিজা
কথা ও সুরঃ আরফিন রুমি
সংগীতঃ মিথুন চক্র
প্রথম আশা প্রথম নেশা
নতুন অনেক ভাবনা
সবই তোমায় নিয়ে
হু............
তুমি জানো না ও প্রিয়া ৷
হৃদয়েরই মাঝখানে থাকো তুমি
আমি তোমারি প্রেম পূজারি
দেখোনা দেখেনা দেখেনা
দেখ বাতাস আর ফুলের মাঝে
কত ভালোবাসা ৷
যেদিকে চোখ যায়
শুধু দেখি তুমি
তোমারি ভাবনায় ভাসি আর ডুবি
দেখোনা দেখোনা দেখোনা
দেখ শিশির আর ঘাষের মাঝে
কত ভালোবাসা ৷
শিল্পীঃ লিজা
কথা ও সুরঃ আরফিন রুমি
সংগীতঃ মিথুন চক্র
প্রথম আশা প্রথম নেশা
নতুন অনেক ভাবনা
সবই তোমায় নিয়ে
হু............
তুমি জানো না ও প্রিয়া ৷
হৃদয়েরই মাঝখানে থাকো তুমি
আমি তোমারি প্রেম পূজারি
দেখোনা দেখেনা দেখেনা
দেখ বাতাস আর ফুলের মাঝে
কত ভালোবাসা ৷
যেদিকে চোখ যায়
শুধু দেখি তুমি
তোমারি ভাবনায় ভাসি আর ডুবি
দেখোনা দেখোনা দেখোনা
দেখ শিশির আর ঘাষের মাঝে
কত ভালোবাসা ৷
No comments:
Post a Comment