গানঃ কিছু কথা আকাশে পাঠাও
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি
কম্পোজারঃ আরফিন রুমি
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি
কম্পোজারঃ আরফিন রুমি
কিছু কথা বাতাসে পাঠাও
কিছু কথা আকাশে ছড়াও
কিছু কথা বল কানে কানে
কিছু কথা হক গানে গানে
কিছু কথা আকাশে ছড়াও
কিছু কথা বল কানে কানে
কিছু কথা হক গানে গানে
কিছু কথা বল গোপনে
কিছু কথা হক নয়নে
কিছু কথা হক নয়নে
কিছু রাত জাগি এক সাথে
কিছু রাত ভাসি দুজনাতে
কিছু রাত ভালবেসে ভোর
কিছু রাত তোমারই ভেতর
কিছু রাত ভাসি দুজনাতে
কিছু রাত ভালবেসে ভোর
কিছু রাত তোমারই ভেতর
কিছু কথা বল গোপনে
কিছু কথা হক নয়নে
কিছু কথা হক নয়নে
কিছু দিন হাঁটি রৌদুরে
কিছু দিন ডুবে থাকি ঘোরে
কিছু দিন ছুঁয়ে রব চলো
কিছু দিন হব এলোমেলো
কিছু দিন ডুবে থাকি ঘোরে
কিছু দিন ছুঁয়ে রব চলো
কিছু দিন হব এলোমেলো
কিছু কথা বল গোপনে
কিছু কথা হক নয়নে।
কিছু কথা হক নয়নে।
No comments:
Post a Comment