গানঃ নিয়ে চলো
কথাঃ আরফিন রুমি
শিল্পীঃ আরফিন রুমি ও নদী
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ কিছু কথা আকাশে পাঠাও
কথাঃ আরফিন রুমি
শিল্পীঃ আরফিন রুমি ও নদী
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ কিছু কথা আকাশে পাঠাও
একা আছি আমরা দু'জন
আরো একটু কাছে এসো না
জড়িয়ে ধরে আমাকে
দূরে কোথাও নিয়ে চলো না
আরো একটু কাছে এসো না
জড়িয়ে ধরে আমাকে
দূরে কোথাও নিয়ে চলো না
নিয়ে চলো তুমি আমায়
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা
করে দিলে তুমি কিছু এমন যাদু
হয়ে গেছি তোমারই শুধু
হয়ে গেছি তোমারই শুধু
বৃষ্টির মত রিমঝিম করে
ভিজিয়ে দাও আমার এ মন
জানে এ বাতাস, জানে এ আকাশ
তুমি মোর কতো যে আপন
ভিজিয়ে দাও আমার এ মন
জানে এ বাতাস, জানে এ আকাশ
তুমি মোর কতো যে আপন
নিয়ে চলো তুমি আমায়
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা
ও একবার বলো না গো জান
কতো ভালোবাসো আমাকে
কতো ভালোবাসো আমাকে
ও আমার জান, তুমি আমার প্রাণ
কখনো ছিড়োনা গো এ হাত
পাগল এ মন, শুধু অকারণ
খুঁজে তোমায় সারাক্ষণ
কখনো ছিড়োনা গো এ হাত
পাগল এ মন, শুধু অকারণ
খুঁজে তোমায় সারাক্ষণ
নিয়ে চলো তুমি আমায়
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা।
এমন অজানায়
যেখানে শুধু তুমি, শুধু প্রেম
শুধুই ভালোবাসা।
No comments:
Post a Comment