+ -

Pages

Saturday, 7 November 2015

গানঃ যদি মন পাখা মেলে

গানঃ যদি মন পাখা মেলে
কথাঃ জনি হক
শিল্পীঃ আরফিন রুমি ও সিঁথি সাহা
কম্পোজারঃ আরফিন রুমি
ছবিঃ ভোলা তো যায় না তারে

যদি মন পাখা মেলে, মেলুক না
যদি যায় হেসে খেলে, খেলুক না
সব চুপ কথা হোক, রূপকথা
ভুলে যাবো আজ সীমানা
সব থাক আঁকা হোক, রঙমাখা
পেলাম খুঁজে প্রিয় ঠিকানা
চলো ভিজে যাওয়া স্বপ্নগুলো
আদরে রোদে শুকাবো
ধূলোয় পড়ে থাকা খুশিগুলো
গভীরে গিয়ে কুঁড়াবো
দুটি হৃদয়ের সীমানায়
যখন হয়ে যায় এক
আলোর সব জানালা খুলে
বাঁধ ভেঙে যাবে
সব চুপ কথা হোক, রূপকথা
ভুলে যাবো আজ সীমানা
সব থাক আঁকা হোক, রঙমাখা
পেলাম খুঁজে প্রিয় ঠিকানা
এসো জমে থাকা গল্পগুলো
প্রতিদিন যত্নে শোনাবো
কল্পনা মেখে শত ইচ্ছেগুলো
হাতে হাত রেখে হারাবো
দুটি হৃদয়ের অজানায়
যখন হয়ে যায় এক
আলোর সব জানালা খুলে
বাঁধ ভেঙে যাবে
সব চুপ কথা হোক, রূপকথা
ভুলে যাবো আজ সীমানা
সব থাক আঁকা হোক, রঙমাখা
পেলাম খুঁজে প্রিয় ঠিকানা।
5 Arfin Rumey Songs Lyric: গানঃ যদি মন পাখা মেলে গানঃ যদি মন পাখা মেলে কথাঃ জনি হক শিল্পীঃ আরফিন রুমি ও সিঁথি সাহা কম্পোজারঃ আরফিন রুমি ছবিঃ ভোলা তো যায় না তারে যদি মন পাখা মেলে, মেলুক...

No comments:

Post a Comment

< >