গান: ছলনা
শিল্পী: অরন্য শান্ত
সুর ও সংগীত: অারফিন রুমি
কেঁদে কেঁদে বলছি
শূন্য মনের কথা
ভালবাসি বলে তোমায়
তাই আজ আমি একা
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা
দিওনা, দিওনা আর জ্বালা দিওনা
ভেঙ্গোনা, ভেঙ্গোনা এ প্রাণ ভেঙ্গোনা
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা
কালো কালো মেঘে ঢাকা
আমার এই জীবন
তোমায় দেখে সাদা হয়
মনের ভূবন
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা..
ADOR 2014 Full
শিল্পী: অরন্য শান্ত
সুর ও সংগীত: অারফিন রুমি
কেঁদে কেঁদে বলছি
শূন্য মনের কথা
ভালবাসি বলে তোমায়
তাই আজ আমি একা
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা
দিওনা, দিওনা আর জ্বালা দিওনা
ভেঙ্গোনা, ভেঙ্গোনা এ প্রাণ ভেঙ্গোনা
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা
কালো কালো মেঘে ঢাকা
আমার এই জীবন
তোমায় দেখে সাদা হয়
মনের ভূবন
ছলনা, ছলনা আর সহেনা
কিছু বলনা, তুমি বলনা
মিছে খেলা খেলনা..
ADOR 2014 Full
No comments:
Post a Comment