+ -

Pages

Wednesday, 10 September 2014

গানঃ বেচেঁ থেকে আর কি হবে

গানঃ বেচেঁ থেকে আর কি হবে
শিল্পীঃ আরফিন রুমি ও সানিয়া সুলতানা লিজা

বেঁচে থেকে আর কি হবে??
যদি তুমি না থাকলে
হুওও এ জীবনে আর চাইনা কিছুই
যদি না রাখ আগলে....

এতো দিন পরে তুমি এই আমায়
প্রিয়তম বলে ডাকলে
হুওও ভালবেসে এই আমাকে
হূদয়ে জরিয়ে রাখলে....

বেঁচে থেকে আর কি হবে??
যদি তুমি না থাকলে
হুওও এ জীবনে আর চাইনা কিছুই
যদি না রাখ আগলে....

ফাগুনের রোদে ফুল ফুটলে
সেই ফুল তুমি খোঁপাতে গুঁজলে
হৃদয়ে প্রেমেরি বাগান জুড়ে
আমাকে সারাদিন তুমি খুঁজলে...

এতো দিন পরে তুমি এই আমায়
প্রিয়তম বলে ডাকলে
হুওও ভালবেসে এই আমাকে
হূদয়ে জরিয়ে রাখলে....

বেঁচে থেকে আর কি হবে??
যদি তুমি না থাকলে
হুওও এ জীবনে আর চাইনা কিছুই
যদি না রাখ আগলে....



Beche Theke [ARNFC]

Beche Theke By Arfin Rumey & Liza
5 Arfin Rumey Songs Lyric: গানঃ বেচেঁ থেকে আর কি হবে গানঃ বেচেঁ থেকে আর কি হবে শিল্পীঃ আরফিন রুমি ও সানিয়া সুলতানা লিজা বেঁচে থেকে আর কি হবে?? যদি তুমি না থাকলে হুওও এ জীবনে আর চাইনা কিছু...

No comments:

Post a Comment

< >