+ -

Pages

Wednesday, 10 September 2014

গানঃ বালাগাল উলা বিকামালিহি

গানঃ বালাগাল উলা বিকামালিহি
শিল্পীঃ আরফিন রুমি

ইয়া নবী আল্লাহ্
ইয়া হাবিব আল্লাহ্
ইয়া রাসুল্লাহ
আল্লাহ্
ইয়া হাবিব আল্লাহ্

দুর আরবে হাসলো যেদিন
বেহেশতির এক ফুল
ছুটলো নদী সুখেরি ধারায়
গাইলো পাখি বুলবুল
সেই নদী ফুল পাখি
তামাম জাহান
গাইল কুরাস সুরে তার জয় গান

বালাগাল উলা বিকামালিহি
কাসাফাত উজা বিজামালিহি
হাসনাত জামিও খিসালিহি
ছাল্লু আলায়হি ওয়ালিহি

এক আল্লাহ ছাড়া নাই যে প্রভু
সেখালেন যে যন
সবার কাছে তিনি আল-আমিন
হলেন
সবার সজন
বনের অবুজ বোবা পশু
তার নাম এ
করে লান
গাইলো কুরাস সুরে তার জয়ও গান

বালাগাল উলা বিকামালিহি
কাসাফাত উজা বিজামালিহি
হাসনাত জামিও খিসালিহি
ছাল্লু আলায়হি ওয়ালিহি...


Ya Nobi Salamu Alaika Full 
5 Arfin Rumey Songs Lyric: গানঃ বালাগাল উলা বিকামালিহি গানঃ বালাগাল উলা বিকামালিহি শিল্পীঃ আরফিন রুমি ইয়া নবী আল্লাহ্ ইয়া হাবিব আল্লাহ্ ইয়া রাসুল্লাহ আল্লাহ্ ইয়া হাবিব আল্লাহ্ দুর আরবে...

1 comment:

< >