+ -

Pages

Saturday, 7 November 2015

গানঃ নিশ্বাস

গানঃ নিশ্বাস
কথাঃ জাহিদ হাসান অভি
শিল্পীঃ আরফিন রুমি ও কোনাল
কম্পোজারঃ আরফিন রুমি
ছবিঃ সম্রাট: দ্যা কিং ইজ হিয়ার

নিশ্বাস ফিরে পাই
তোমার কথা ভেবে
বিশ্বাস মনে তাই
তুমি আমার হবে
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা
আমায় আমি পর করেছি
তোমায় পেয়ে তাই
তোমার মাঝে ভর করেছি
আপন কেহ নাই
তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা
চিনতে তোমায় বড় দেরি
করে ফেলেছি
কিনতে তোমায় মনের দামে
তাই চেয়েছি
তোমার মাঝে খুঁজে পাওয়া
চেনা কোনো সুর
সেই সুরেতে তাল মেলাবো
যাবো বহুদুর
বলোনা কোথায় যে
তোমার ঠিকানা
হারিয়ে যাই দুজনা
সাথে চলোনা।
5 Arfin Rumey Songs Lyric: গানঃ নিশ্বাস গানঃ নিশ্বাস কথাঃ জাহিদ হাসান অভি শিল্পীঃ আরফিন রুমি ও কোনাল কম্পোজারঃ আরফিন রুমি ছবিঃ সম্রাট: দ্যা কিং ইজ হিয়ার নিশ্বাস ফিরে পাই তোমার...

No comments:

Post a Comment

>