গানঃ নিশ্বাস
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি ও নদী
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ নদী
কথাঃ জাহিদ আকবর
শিল্পীঃ আরফিন রুমি ও নদী
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ নদী
বেপরোয়া মন উড়তে যে চাই
তোমার চোখের কবিতায়
ঘোর লাগা ক্ষণে ভাসতে যে চাই
বৃষ্টি হয়ে খুব ছুঁয়ে যেতে চাই
তোমার চোখের কবিতায়
ঘোর লাগা ক্ষণে ভাসতে যে চাই
বৃষ্টি হয়ে খুব ছুঁয়ে যেতে চাই
নিঃশ্বাস নিতে চাই তোমারই হাওয়ায়
চোখ থেকে আলো যদি নিভে যায়
আমাকে রেখো তোমার পার্থনায়
স্বপ্ন আঁকবো একসাথে বাচবো
মরবো দুজনে একই জোছনায়
আমাকে রেখো তোমার পার্থনায়
স্বপ্ন আঁকবো একসাথে বাচবো
মরবো দুজনে একই জোছনায়
নিঃশ্বাস নিতে চাই তোমারই হাওয়ায়
মন থেকে কখনও যদি মুছে দাও
বলব বিধাতা নাও তুলে নাও
মগ্ন থাকবো ফিরে ফিরে আসবো
চাইবো তোমাকে ওই দুনিয়াই
বলব বিধাতা নাও তুলে নাও
মগ্ন থাকবো ফিরে ফিরে আসবো
চাইবো তোমাকে ওই দুনিয়াই
নিঃশ্বাস নিতে চাই তোমারই হাওয়ায়
No comments:
Post a Comment