+ -

Pages

Tuesday, 6 May 2014

গানঃ চাঁদের চেয়ে সুন্দর

গানঃ চাঁদের চেয়ে সুন্দর
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ রিয়াদ
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
চাঁদের চেয়েও সুন্দর ঐ মুখটা তোমার
তোমার তুলনা কি দেবো আর
তুমি যে উপমা তোমার
তুমি দেখ একবার ছুঁয়ে মনটা আমার
দাওনা ভালোবাসতে তোমায়
উড়ু উড়ু মনটা আমার
চায় শুধু চায় ভালোবাসতে তোমায়
Every time i see you,
in my dreams & never ever leave me.
কখনও কি ভেবেছো পাশে আছে কে তোমার
কখনও কি বুঝেছো আছে কি তার কিছু বলবার
না বলা কথা নিয়ে ঘুরেছি বার বার ৷ ৷
ঐ সূর্য কিরণ যেমন ছড়ায় রাতের আধার
প্রেমের ছোঁয়াতে দাও সরিয়ে আমার জিবনের আধার
না বলা কথা নিয়ে ঘুরেছি বার বার ৷ ৷
5 Arfin Rumey Songs Lyric: গানঃ চাঁদের চেয়ে সুন্দর গানঃ চাঁদের চেয়ে সুন্দর কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী শিল্পীঃ রিয়াদ অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ চাঁদের চেয়েও সুন্দর ঐ মুখটা তোমার তোমার তুলনা কি ...

1 comment:

< >