গানঃ কি যাদু
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আশরাফ রানা ও মিম
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আশরাফ রানা ও মিম
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
কি যাদু আছে তোমারই চোখে
মুখে বলে তা শেষ হবে না
কি যেন করে নিলে আমাকে
মনের ভিতর শুধু দেয় যে দোলা
কি নেশা ছড়ালোগো আরতো পারি না
থাকিতে তুমি বিহনে ৷ ৷
মুখে বলে তা শেষ হবে না
কি যেন করে নিলে আমাকে
মনের ভিতর শুধু দেয় যে দোলা
কি নেশা ছড়ালোগো আরতো পারি না
থাকিতে তুমি বিহনে ৷ ৷
কি বলব আর মনের কথা
যায় নাতো ব্যাকুলতা
এমন করে কাছে এলে
যেন এ দক্ষিণা হাওয়া ৷ ৷
কেমন জানি তুমি সুরে সুরে গুঞ্জণ শুনি
লাগবে ভালো যদি কাছে আস তুমি
আরো ভাল হয় যদি হও ঘরনি ৷ ৷
যায় নাতো ব্যাকুলতা
এমন করে কাছে এলে
যেন এ দক্ষিণা হাওয়া ৷ ৷
কেমন জানি তুমি সুরে সুরে গুঞ্জণ শুনি
লাগবে ভালো যদি কাছে আস তুমি
আরো ভাল হয় যদি হও ঘরনি ৷ ৷
No comments:
Post a Comment