+ -

Pages

Tuesday, 6 May 2014

গানঃ যাইও না দুরে

গানঃ যাইও না দুরে
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ শান্ত
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
উজান গাঙে নাও বাসাইয়া বন্ধু গেলা কই
দিয়া গেলা প্রানে ব্যাথা কেমন করে সই
যাইও না দুরে, প্রাণও সখিরে
তোমারে না দেখলে আমার প্রাণ পুরেরে ৷
হুনাইয়া মধুরও কথা লাগাইয়া রং
দিলে আমায় করছ পাগল
এখন কেন আমার চাঁন্দে জ্বলে আগুন নিভে নিভে
সে চাঁন্দেরও আলো আমায় কে দিবে ঢেলে ৷ ৷
তোমায় আমি পাবো বলে
বুকের মাঝে আশা পুষে আছি বসে
এখন কেন আশা ভেংগে আগুন জ্বেলে এ অন্তরে
সে অন্তরের আগুন বল কে নিভাবে ৷ ৷
5 Arfin Rumey Songs Lyric: গানঃ যাইও না দুরে গানঃ যাইও না দুরে কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী শিল্পীঃ শান্ত অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ উজান গাঙে নাও বাসাইয়া বন্ধু গেলা কই দিয়া গেলা প্রানে ...

No comments:

Post a Comment

< >