গানঃ প্রেমের জ্বালা
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ কামরুল আহম্মেদ
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ কামরুল আহম্মেদ
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
প্রেমের জ্বালা এমন জ্বালা,
থাকতে ঘরে দেয়না
যারে ছাড়া প্রান বাঁচেনা,
সেতো আমায় চায়না
আমি কুল দিয়া কি গড়ব
যদি না পায় তোমারে
দিয়া গেলা প্রানে ব্যাথা ও বন্ধুরে ৷ ৷
থাকতে ঘরে দেয়না
যারে ছাড়া প্রান বাঁচেনা,
সেতো আমায় চায়না
আমি কুল দিয়া কি গড়ব
যদি না পায় তোমারে
দিয়া গেলা প্রানে ব্যাথা ও বন্ধুরে ৷ ৷
তুমি বিনে এ ভুবনে
আমার আর কেহ নাই
যত জ্বালা দাওগো বন্ধু
তবু আমি তোমায় চাই ৷ ৷
আমার আর কেহ নাই
যত জ্বালা দাওগো বন্ধু
তবু আমি তোমায় চাই ৷ ৷
কোথায় গেলে পাব তোমায়
বল বন্ধু সেথায় যায়,
তোমার দেখা পাইলেগো বন্ধু
চাওয়ার আর কিছু নাই ৷ ৷
বল বন্ধু সেথায় যায়,
তোমার দেখা পাইলেগো বন্ধু
চাওয়ার আর কিছু নাই ৷ ৷
No comments:
Post a Comment