+ -

Pages

Tuesday, 6 May 2014

গানঃ মানে না মন

গানঃ মানে না মন
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ শাহরিদ বেলাল
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
দিন চলে যায়, রাত চলে যায়
ঘুমতো চোখে আসে না
মায়া ভরা ও চোখে আছ কি যেন মেয়ে
পাগল হয়ে থাকি তোমাকে দেখার আশায়
মানে না মন, মানে না,
তোমার কাছে পাই খুঁজে সুখের ঠিকানা ৷ ৷
একদিন সিটি বাস থেকে নেমে এলে তুমি
আর পড়ল চোখে চোখ
সেদিন থেকে কেড়ে নিলে
আমারি রাতের ঘুম ৷ ৷
দিনের আলো রাতের আঁধার
তুমি যেন রুপেরই বাহার
চাঁদটাকে এনে দিব ভালোবাস
যদি বল একবার ৷ ৷
RBT CODE:
ROBI: 1809613
B.LINK: 5451628
AIRTEL: 2936401
5 Arfin Rumey Songs Lyric: গানঃ মানে না মন গানঃ মানে না মন কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী শিল্পীঃ শাহরিদ বেলাল অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ দিন চলে যায়, রাত চলে যায় ঘুমতো চোখে আসে না মায়া ...

No comments:

Post a Comment

< >