গানঃ জানো বন্ধু
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ
জানো বন্ধু জানো তুমি মনেরই খবর
মনের খবর জেনেও কেন ভাঙ্গো বুকের পাজর
এত কিছু করি তবু পাইনা তোমার মন
কবে তুমি করবা আপন দেখি সে স্বপন
তুমি আমার ঘরেরও চাঁন্দের আলো
জীবন জুড়ে থাইকো বন্ধু বাসবো ভালো ৷ ৷
মনের খবর জেনেও কেন ভাঙ্গো বুকের পাজর
এত কিছু করি তবু পাইনা তোমার মন
কবে তুমি করবা আপন দেখি সে স্বপন
তুমি আমার ঘরেরও চাঁন্দের আলো
জীবন জুড়ে থাইকো বন্ধু বাসবো ভালো ৷ ৷
একবার যদি দেখি
তোমার মুখের হাঁসি
সেই হাসিরও ছন্দে ছন্দে
মনে বাজে বাঁশি ৷ ৷
তোমার মুখের হাঁসি
সেই হাসিরও ছন্দে ছন্দে
মনে বাজে বাঁশি ৷ ৷
তোমায় ভেবে ভেবে
আমি লিখি কত কথা
কত গান বান্ধি সখি
যায় না মনের ব্যাথা ৷ ৷
আমি লিখি কত কথা
কত গান বান্ধি সখি
যায় না মনের ব্যাথা ৷ ৷
RBT Code:
ROBI: 1809609
B.LINK: 5451625
AIRTEL: 2936397
ROBI: 1809609
B.LINK: 5451625
AIRTEL: 2936397
No comments:
Post a Comment