+ -

Pages

Thursday, 8 May 2014

গানঃ ভুলে যেওনা

গানঃ ভুলে যেওনা
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ রাশেদ ও ত্রপা
অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ

ভালোবেসেছি ওগো ভুলে যেওনা কভু
ভুলনা ভুলনা আমায়
মন দিয়েছি উজাড় করে
কেন এ চোখে চোখ রাখনা
বৃষ্টি ভেজা রাতে এ মধু ক্ষণে
তোমাকে ছাড়া বলো থাকি কি করে ৷ ৷

আগে লিখতো চিঠি এখন লিখে মেসেজ
স্কাইপি যুগে বলে শুধু করবে কি ভিডিও চ্যাটিং ৷ ৷

আগে করতে দেখা দিনে ছয়বার
এখন আসো দেখতে আমায় ছয় মাসে একবার ৷ ৷

‪#‎ARLYRIC‬
‪#‎ARNFC‬
5 Arfin Rumey Songs Lyric: গানঃ ভুলে যেওনা গানঃ ভুলে যেওনা কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী শিল্পীঃ রাশেদ ও ত্রপা অ্যালবামঃ মন ছুঁয়ে দেখ ভালোবেসেছি ওগো ভুলে যেওনা কভু ভুলনা ভুলনা আমা...

No comments:

Post a Comment

< >