গানঃ এতোটা কাছে
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও খেয়া
অ্যালবামঃ পরজনম
এতোটা কাছে তুমি তবু
হায় দেখে তোমায় এ মন ভরেনা
হৃদয়ে আছো তুমি দেখো হায়
আর কেউ নেই তুমি ছাড়া
দেখ ছানছান করে পায়েল বলে রিনিঝিনি বৃষ্টি জানে
কত ভালো বাসি তোমাকে ৷ ৷
গুনগুন করে পাখি
গান গেয়ে যায়
আমি তবু পথ চেয়ে থাকি
তোমারি আশায়
বলোনা এটা প্রেম নাকি ভালোবাসা ৷ ৷
মন দিলাম প্রাণ দিলাম
আর কি কিছু বাকি
দু'নয়নে আমি শুধু তোমার ছবি আঁকি
বলোনা এটা প্রেম নাকি ভালোবাসা ৷ ৷
#ARNFC
#ARLYRIC
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও খেয়া
অ্যালবামঃ পরজনম
এতোটা কাছে তুমি তবু
হায় দেখে তোমায় এ মন ভরেনা
হৃদয়ে আছো তুমি দেখো হায়
আর কেউ নেই তুমি ছাড়া
দেখ ছানছান করে পায়েল বলে রিনিঝিনি বৃষ্টি জানে
কত ভালো বাসি তোমাকে ৷ ৷
গুনগুন করে পাখি
গান গেয়ে যায়
আমি তবু পথ চেয়ে থাকি
তোমারি আশায়
বলোনা এটা প্রেম নাকি ভালোবাসা ৷ ৷
মন দিলাম প্রাণ দিলাম
আর কি কিছু বাকি
দু'নয়নে আমি শুধু তোমার ছবি আঁকি
বলোনা এটা প্রেম নাকি ভালোবাসা ৷ ৷
#ARNFC
#ARLYRIC
Tarkaata Music Director Official
ReplyDelete