+ -

Pages

Tuesday, 13 May 2014

গানঃ গ্রীন সিগন্যাল

গানঃ গ্রীন সিগন্যাল
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী
অ্যালবামঃ পরজনম
নাচেরে মন তালে তালে
গান গেয়ে যায় সুরে সুরে
আরে ও মাতোওয়ালী
তোর মনের ব্রাঞ্চটা কি খালি
পে পে পে পে সানাই বাজে
আমারও দিলে
যখন আমার পরানও পাখি
গ্রীল সিগন্যাল মারে
মনে সিটি বাজে ৷ ৷
ও মেয়ে শোন বলিছি তোমায়
তোমার প্রেমে হয়েছি
আওয়ারা পাগল দিওয়ানা ৷ ৷
ঘুমে দেখি জেগেও দেখি
তোমারই মুখখানি
তাই হয়ে থাকি দিশেহারা ৷ ৷
‪#‎ARNFC‬
‪#‎ARLYRIC‬
নিচের লিঙ্ক এর ২য় গান টা ৷
www.arfinrumeynfc.com/2013/07/porojonom-2013-arnfc.html
5 Arfin Rumey Songs Lyric: গানঃ গ্রীন সিগন্যাল গানঃ গ্রীন সিগন্যাল কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী শিল্পীঃ আরফিন রুমী অ্যালবামঃ পরজনম নাচেরে মন তালে তালে গান গেয়ে যায় সুরে সুরে আরে ...

1 comment:

< >