গানঃ গ্রীন সিগন্যাল
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী
অ্যালবামঃ পরজনম
নাচেরে মন তালে তালে
গান গেয়ে যায় সুরে সুরে
আরে ও মাতোওয়ালী
তোর মনের ব্রাঞ্চটা কি খালি
পে পে পে পে সানাই বাজে
আমারও দিলে
যখন আমার পরানও পাখি
গ্রীল সিগন্যাল মারে
মনে সিটি বাজে ৷ ৷
ও মেয়ে শোন বলিছি তোমায়
তোমার প্রেমে হয়েছি
আওয়ারা পাগল দিওয়ানা ৷ ৷
ঘুমে দেখি জেগেও দেখি
তোমারই মুখখানি
তাই হয়ে থাকি দিশেহারা ৷ ৷
#ARNFC
#ARLYRIC
নিচের লিঙ্ক এর ২য় গান টা ৷
www.arfinrumeynfc.com/2013/07/porojonom-2013-arnfc.html
কথা, সুর, সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী
অ্যালবামঃ পরজনম
নাচেরে মন তালে তালে
গান গেয়ে যায় সুরে সুরে
আরে ও মাতোওয়ালী
তোর মনের ব্রাঞ্চটা কি খালি
পে পে পে পে সানাই বাজে
আমারও দিলে
যখন আমার পরানও পাখি
গ্রীল সিগন্যাল মারে
মনে সিটি বাজে ৷ ৷
ও মেয়ে শোন বলিছি তোমায়
তোমার প্রেমে হয়েছি
আওয়ারা পাগল দিওয়ানা ৷ ৷
ঘুমে দেখি জেগেও দেখি
তোমারই মুখখানি
তাই হয়ে থাকি দিশেহারা ৷ ৷
#ARNFC
#ARLYRIC
নিচের লিঙ্ক এর ২য় গান টা ৷
www.arfinrumeynfc.com/2013/07/porojonom-2013-arnfc.html
Tarkaata Movie Song By Arfin Rumey Official
ReplyDelete