গানঃ শুণ্য এ হৃদয়
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও খেয়া
অ্যালবামঃ পরজনম
শুণ্য এ হৃদয়ে
ভালোবাসা দিয়ে
রাঙিয়েছো এ জিবনে
ওরে প্রিয়া প্রিয়া হায়, ওরে প্রিয়া
জানে শুধু হিয়া ৷ ৷
জোসনা রাতে
মিটিমিটি তারার সাথে
বলি কতনা কথা স্বপ্ন বুনে
তুমি এসোনা কাছে
ওগো ভালোবেসে
চুপিসারে কাছে এসে
কখন যে নিয়ে গেলে
এ মন আমার জানিনাতো
এ মনতো বুঝে গেলো
তোমার প্রেমের ভাষা ৷ ৷
শয়নে স্বপনে আছো মিশে
যেন ঝর্ণা ধারার পাহাড় ঘেষে
এলে হৃদয় জুড়ে তুমি অবশেষে
চুপিসারে কাছে এসে
কখনযে নিয়ে গেলে
এ মন আমার জানিনাতো
এ মনতো খুজেঁ নিলো
তোমারই প্রেমের শুধাই ৷ ৷
#ARLYRIC
#ARNFC
নিচের লিঙ্ক থেকে ৩ নং গান ৷
www.arfinrumeynfc.com/2013/07/porojonom-2013-arnfc.html
কথা,সুর,সংগীতঃ আরফিন রুমী
শিল্পীঃ আরফিন রুমী ও খেয়া
অ্যালবামঃ পরজনম
শুণ্য এ হৃদয়ে
ভালোবাসা দিয়ে
রাঙিয়েছো এ জিবনে
ওরে প্রিয়া প্রিয়া হায়, ওরে প্রিয়া
জানে শুধু হিয়া ৷ ৷
জোসনা রাতে
মিটিমিটি তারার সাথে
বলি কতনা কথা স্বপ্ন বুনে
তুমি এসোনা কাছে
ওগো ভালোবেসে
চুপিসারে কাছে এসে
কখন যে নিয়ে গেলে
এ মন আমার জানিনাতো
এ মনতো বুঝে গেলো
তোমার প্রেমের ভাষা ৷ ৷
শয়নে স্বপনে আছো মিশে
যেন ঝর্ণা ধারার পাহাড় ঘেষে
এলে হৃদয় জুড়ে তুমি অবশেষে
চুপিসারে কাছে এসে
কখনযে নিয়ে গেলে
এ মন আমার জানিনাতো
এ মনতো খুজেঁ নিলো
তোমারই প্রেমের শুধাই ৷ ৷
#ARLYRIC
#ARNFC
নিচের লিঙ্ক থেকে ৩ নং গান ৷
www.arfinrumeynfc.com/2013/07/porojonom-2013-arnfc.html
No comments:
Post a Comment