+ -

Pages

Friday, 18 July 2014

গান : মেঘলা দুপুর

গান : মেঘলা দুপুর
কথা : রবিউল ইসলাম জীবন
সুর ও সংগীত : আরফিন রুমি
কণ্ঠ : পড়শী
অ্যালবাম : পড়শী (২০১০)

মেঘলা দুপুরে/হাওয়ার নূপুরে
ভেঙ্গেছে মনেরই ঘুম
তোমারই ছোঁয়াতে/হৃদয়টা রাঙ্গাতে
রেখেছি দৃষ্টি নিঝুম
দূরে তুমি এ ক্ষণে
মন কি মানে
ঝিরিঝিরি এ যাতনা
সয়না প্রাণে ॥

এঁকে যাই তোমাকে
রংধনু সাতরঙে
এঁকে যাই তোমাকে (২বার)
তুমি জানোনা তোমাকে নিয়ে
হারাই স্বপ্নলোকে
তুমি বোঝনা তোমাকে ছাড়া
কি করে কাটছে একা ॥

ডেকে যাই তোমাকে
নির্জন এ আলাপনে
ডেকে যাই তোমাকে (২বার)
তুমি জানোনা তোমাকে নিয়ে
হারাই স্বপ্নলোকে
তুমি বোঝনা তোমাকে ছাড়া
কি করে কাটছে একা ॥

#ARLYRIC
Join Our Facebook
5 Arfin Rumey Songs Lyric: গান : মেঘলা দুপুর গান : মেঘলা দুপুর কথা : রবিউল ইসলাম জীবন সুর ও সংগীত : আরফিন রুমি কণ্ঠ : পড়শী অ্যালবাম : পড়শী (২০১০) মেঘলা দুপুরে/হাওয়ার নূপুরে ভেঙ্...

No comments:

Post a Comment

< >