+ -

Pages

Friday, 18 July 2014

গান :চিঠি

গান :চিঠি
শিল্পীঃ আরফিন রুমি ও ন্যান্সি।
কথাঃ শফিক তুহিন।
সুর ও সংগীতঃ আরফিন রুমি।
এল্যবামঃ এইতো ভালোবাসা।

বাতাসে কান পেতে থাকি
এই
বুঝি ডাকছো তুমি
আকাশে চোঁখ মেলে থাকি
এই
বুঝি পাঠালে চিঠি।

একবার বলি, বার বার
বলি, বলি যে লক্ষ্য বার
তুমি আমার
প্রিয়তমা তুমি যে আমার।

তোমায় ছাড়া জীবন আমার
জীবন
সেতো নয়
তোমায় নিয়ে অন্নতকাল
বাঁছতে ইচ্ছে হয়।
তোমারি জন্য
রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার।

একবার বলি, বার বার
বলি, বলি যে লক্ষ্য বার
তুমি আমার
প্রিয়তমা তুমি যে আমার।

হূদয়েরি পাতায় পাতায়
তোমারি নাম লিখা
তুমি ছাড়া পৃথিবীটা
ভীষন
একলা একা।
তোমারি জন্য
রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার।

একবার বলি, বার বার
বলি, বলি যে লক্ষ্য বার
তুমি আমার
প্রিয়তমা তুমি যে আমার।


#ARLYRIC
5 Arfin Rumey Songs Lyric: গান :চিঠি গান :চিঠি শিল্পীঃ আরফিন রুমি ও ন্যান্সি। কথাঃ শফিক তুহিন। সুর ও সংগীতঃ আরফিন রুমি। এল্যবামঃ এইতো ভালোবাসা। বাতাসে কান পেতে থাকি এই ...

No comments:

Post a Comment

< >