+ -

Pages

Wednesday, 23 July 2014

গানঃ আদর

গানঃ আদর
শিল্পীঃ আরফিন রুমী ও ফাহমিদা আপন
কথাঃ জাহিদ আকবর
সুর,সংগীতঃ আরফিন রুমী
অ্যালবামঃ আদর ২০১৪

আমার মত কে আর বলো
বাসবে তোমায় এত ভালো
মনের ভিতর চোখের তারায়
রাখবো ধরে অচিন মায়ায়
সাত জনমের আদর দিয়ে
জড়িয়ে নিবো এই হৃদয়ে ৷ ৷

দিবানিশি কি মুগ্ধতায়
চোখটা তোমায় যায় দেখে যায়
একটুখানি আড়াল হলে
মনটা পুেড় কি শুন্যতায়
থাকবো দুজন অমর হয়ে
ইতিহাসের শেষ প্রণয়ে ৷ ৷

ভালোবাসি কি মমতায়
হৃদয় তোমায় যায় দেখে যায়
যতটাক্ষন থাকবো বেচে
তোমার ধ্যানে মগ্ন পুরোটাই
থাকবো দুজন অমর হয়ে
ইতিহাসের শেষ প্রণয়ে ৷ ৷


ADOR 2014 Full
#ARLYRIC 

Join ADOR Facebook Fan Page
5 Arfin Rumey Songs Lyric: গানঃ আদর গানঃ আদর শিল্পীঃ আরফিন রুমী ও ফাহমিদা আপন কথাঃ জাহিদ আকবর সুর,সংগীতঃ আরফিন রুমী অ্যালবামঃ আদর ২০১৪ আমার মত কে আর বলো বাসবে তোমায় এত...

No comments:

Post a Comment

< >