গানঃ চোরাবালি
শিল্পীঃ আরফিন রুমি
সুর ও সংগীতঃ অারফিন রুমি
এ্যালবামঃ চোরাবালি
ফাদপাতা এই শহরটা
নষ্ট এক ফুলদানী
ভাঙ্গছে গড়ছে হাজারো হৃদয়
কতটা তার হিসেব জানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
এ শহরে ভালোবাসা
দামি যতো রেস্তোরায়
নানা রঙের পোশাক পড়ায়
মুখোশ শুধু বদলায়
সুযোগ বুঝে খেয়ে মধু
ভ্রমর দুরে উড়ে যায়
তবুও ভালোবাসি স্বপ্ন আঁকি
নিরবে পেলি চোখের পানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
এ শহরের প্রতিটি বাকে
শত রঙের গল্প থাকে
লাল নীল গল্প গুলো,
ইশারাতে কাছে ডাকে
সবুজ ঘোরে এ শহরটা
অবুঝ মায়ায় জড়িয়ে রাখে
তবুও ভালোবাসি স্বপ্ন আঁকি
নিরবে পেলি চোখের পানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
শিল্পীঃ আরফিন রুমি
সুর ও সংগীতঃ অারফিন রুমি
এ্যালবামঃ চোরাবালি
ফাদপাতা এই শহরটা
নষ্ট এক ফুলদানী
ভাঙ্গছে গড়ছে হাজারো হৃদয়
কতটা তার হিসেব জানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
এ শহরে ভালোবাসা
দামি যতো রেস্তোরায়
নানা রঙের পোশাক পড়ায়
মুখোশ শুধু বদলায়
সুযোগ বুঝে খেয়ে মধু
ভ্রমর দুরে উড়ে যায়
তবুও ভালোবাসি স্বপ্ন আঁকি
নিরবে পেলি চোখের পানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
এ শহরের প্রতিটি বাকে
শত রঙের গল্প থাকে
লাল নীল গল্প গুলো,
ইশারাতে কাছে ডাকে
সবুজ ঘোরে এ শহরটা
অবুঝ মায়ায় জড়িয়ে রাখে
তবুও ভালোবাসি স্বপ্ন আঁকি
নিরবে পেলি চোখের পানি
আলো আধারি ছুয়ে ছুয়ে
চোরাবালির হাতচানি(২)
No comments:
Post a Comment