+ -

Pages

Friday, 10 October 2014

গান : ভালবাসার পরশ

গান : ভালবাসার পরশ
শিল্পী : অারফিন রুমি
সুর ও সংগীত : অারফিন রুমি

মায়াবি এই নিশিতে
ভাবছি বসে আনমতে
আসবে কি তুমি
একাকি এই নিরর্জনে

ও রাঙাতে আমার এ মন
তোমারি ভালবাসার পরশে

আহা এ কি ছোয়া এ কি মায়া
হারাবো দুজন দুজনায়

ও মনেরি অগোচরে
তোমায় ভালবেসেছি
স্বপ্নময় পৃথিবীতে
তোমায় সাজিয়েছি

কোন সুখেরি টােন
জানিনা অামি হারিয়েছি তোমাতে

আহা এ কি ছোয়া এ কি মায়া
হারাবো দুজন দুজনায়

ও অামারি হৃদয়েতে
তোমারি আঙিনায়
তুমি এলে জীবনে
অার তো কিছু চাই না

ও তুমিহীনা ছন্নছাড়া
অামারি জীবন

আহা এ কি ছোয়া এ কি মায়া
হারাবো দুজন দুজনায়
5 Arfin Rumey Songs Lyric: গান : ভালবাসার পরশ গান : ভালবাসার পরশ শিল্পী : অারফিন রুমি সুর ও সংগীত : অারফিন রুমি মায়াবি এই নিশিতে ভাবছি বসে আনমতে আসবে কি তুমি একাকি এই নিরর্জনে ...

No comments:

Post a Comment

< >