গানঃ পলকে পলকে
শিল্পীঃ অারফিন রুমি ও পরশি
সুর ও সংগীতঃ অারফিন রুমি
এ্যালবামঃ নীলাঞ্জনা
পলকে পলকে কি যে হল
দুটি হৃদয় ভেসে গেল
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
একটা পলক তুমি হলে অাড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে অাসে না যেন সকাল
চল দুজন হৃদয়ে খুলে
হয়ে যাই এলোমেলো
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
মনটা ছুয়ে তুমি সুনীল অাকাশ
যেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার অাসর
জুড়ে অাছ সব নিশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে
যায় কি বাঁচা বল
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
শিল্পীঃ অারফিন রুমি ও পরশি
সুর ও সংগীতঃ অারফিন রুমি
এ্যালবামঃ নীলাঞ্জনা
পলকে পলকে কি যে হল
দুটি হৃদয় ভেসে গেল
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
একটা পলক তুমি হলে অাড়াল
মনে হয় দেখি নাই অনন্তকাল
মনের ভেতর করে কেমন কেমন
রাত শেষে অাসে না যেন সকাল
চল দুজন হৃদয়ে খুলে
হয়ে যাই এলোমেলো
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
মনটা ছুয়ে তুমি সুনীল অাকাশ
যেখানে শুধু তোমার বসবাস
বুকের ভেতর তোমার অাসর
জুড়ে অাছ সব নিশ্বাস
তোমায় ছাড়া এক জীবনে
যায় কি বাঁচা বল
ও পাজর ছুেয় অবুঝ নদী
দেউয়ে দেউয়ে মাতিেয় দিল
মনের ভেতর মনটা নিয়ে
শ্বপ্ন বুনি চল
No comments:
Post a Comment