গানঃ সুখের প্রণয়
শিল্পীঃ আরফিন রুমি ও নাউমি
সুর ও সংগীতঃ আরফিন রুমি
তোমায় দেখে শুধু মনে হয়
প্রথিবীটা যেনো বড় প্রেমময়
তাই আমার মনে যত আশা
সবেই যেনো সত্যি হয়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
হাসিতে তোমার, চলাতে তোমার
মনেরি গোপন কথা বলে দেয়
জানো তুমি খুব করে ভালবাসি তোমায়
হুওও কি যে আছে তোমাতে
তাতো বোঝানো না যায়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
গানের কথা সুর ছন্দ
তোমার মনের কথা বলে দেয়
জান তুমি ক্ষনে ক্ষনে
মন তোমায় ভেবে যায়
হুওও কি যে আছে তোমাতে
তাতো বোঝানো না যায়
তোমায় দেখে শুধু মনে হয়
প্রথিবীটা যেনো বড় প্রেমময়
তাই আমার মনে যত আশা
সবেই যেনো সত্যি হয়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
শিল্পীঃ আরফিন রুমি ও নাউমি
সুর ও সংগীতঃ আরফিন রুমি
তোমায় দেখে শুধু মনে হয়
প্রথিবীটা যেনো বড় প্রেমময়
তাই আমার মনে যত আশা
সবেই যেনো সত্যি হয়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
হাসিতে তোমার, চলাতে তোমার
মনেরি গোপন কথা বলে দেয়
জানো তুমি খুব করে ভালবাসি তোমায়
হুওও কি যে আছে তোমাতে
তাতো বোঝানো না যায়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
গানের কথা সুর ছন্দ
তোমার মনের কথা বলে দেয়
জান তুমি ক্ষনে ক্ষনে
মন তোমায় ভেবে যায়
হুওও কি যে আছে তোমাতে
তাতো বোঝানো না যায়
তোমায় দেখে শুধু মনে হয়
প্রথিবীটা যেনো বড় প্রেমময়
তাই আমার মনে যত আশা
সবেই যেনো সত্যি হয়
এখন তো শুধু
কাছে আসারি সময়
ভালবেসে নেও খুঁজে
সুখের প্রণয়
No comments:
Post a Comment