+ -

Pages

Friday, 10 October 2014

গানঃ বাঁচি কি করে

গানঃ বাঁচি কি করে
শিল্পীঃ আরফিন রুমি ও সাবরিনা
সুর ও সংগীতঃ আরফিন রুমি

বাঁচি কি করে তুমি ছাড়া
বাঁচি কি করে
দিলে কেন এতো ভালবাসা
ভাঙ্গা এ মনে
আমি যে কে তোমার
মনকে জিগেস করে
এসো গো বুকে আমার
বুক ভরা হাহাকার

মন বলি এটাই প্রেম
হুমম না দেখে তোমায়
দু চোখে আসে না ঘুম
কি করে কই কি করে সই
তুমি ছাড়া এ প্রাণ বাঁচেনা

বাঁচি কি করে তুমি ছাড়া
বাঁচি কি করে
দিলে কেন এতো ভালবাসা
ভাঙ্গা এ মনে

একা একা তুমি বিনা
তুমি হীনা এ মনে বাজেনা বিনা
কি করে কই কি করে সই
তুমি ছাড়া এ প্রাণ বাঁচেনা

বাঁচি কি করে তুমি ছাড়া
বাঁচি কি করে
দিলে কেন এতো ভালবাসা
ভাঙ্গা এ মনে
5 Arfin Rumey Songs Lyric: গানঃ বাঁচি কি করে গানঃ বাঁচি কি করে শিল্পীঃ আরফিন রুমি ও সাবরিনা সুর ও সংগীতঃ আরফিন রুমি বাঁচি কি করে তুমি ছাড়া বাঁচি কি করে দিলে কেন এতো ভালবাসা ভাঙ্...

No comments:

Post a Comment

< >