গানঃ ঈদের শাওগাত
কথাঃ আল-আমিন
শিল্পীঃ আরফিন রুমি
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ ঈদ উৎসবে বাংলা ঢোল
কথাঃ আল-আমিন
শিল্পীঃ আরফিন রুমি
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ ঈদ উৎসবে বাংলা ঢোল
ঈদ মোবারক
ইয়া নবী সালামু আলাইকা
দেখো রে চাঁদ উঠেছে
ঐ দূর আকাশে
আনন্দে উল্লাসে
বরাত নিয়ে এসেছে
ঐ দূর আকাশে
আনন্দে উল্লাসে
বরাত নিয়ে এসেছে
চলো মিলেমিশে একইসাথে
ছোটবড় হাতে হাত রেখে
সবাই মিলে চলো করি ঈদকে শাওগাত
ছোটবড় হাতে হাত রেখে
সবাই মিলে চলো করি ঈদকে শাওগাত
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
মোস্তফা সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সিয়াম সাধনার পরে
মুসলিম উম্মার তরে
এসেছে আসমানি উপহার
মুসলিম উম্মার তরে
এসেছে আসমানি উপহার
রহমত, মাগফিরাতে, নাযাতে
মুনাজাতে
এসেছে দেখো নেয়ামত
খোদা কালাম
মুনাজাতে
এসেছে দেখো নেয়ামত
খোদা কালাম
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
প্রতিটি ঘরে ঘরে
ঈদেরই খুশি আছড়ে পড়ে
অন্য রকম আয়োজন ব্যস্ত সবাই
ঈদেরই খুশি আছড়ে পড়ে
অন্য রকম আয়োজন ব্যস্ত সবাই
ধনী-গরিব, উচুঁ-নিচু, ভিন্ন মনে নাই কিছু
ঈদের রঙে রঙিন আজ মনটা সবার
ঈদের রঙে রঙিন আজ মনটা সবার
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ
No comments:
Post a Comment