গানঃ চোখের সুরমা
কথাঃ অনুরূপ আইচ
শিল্পীঃ আরফিন রুমি ও আনিকা
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ আনিকা
কথাঃ অনুরূপ আইচ
শিল্পীঃ আরফিন রুমি ও আনিকা
কম্পোজারঃ আরফিন রুমি
অ্যালবামঃ আনিকা
আমি তোমায় নিয়ে গড়ব
পৃথিবী ভালবাসা
আমি তোমায় বেধে রাখব
হৃদয় দিয়ে আমার
পৃথিবী ভালবাসা
আমি তোমায় বেধে রাখব
হৃদয় দিয়ে আমার
আমি তোমায় নিয়ে গড়ব
পৃথিবী ভালবাসা
আমি তোমায় বেধে রাখব
ভালবাসা দিয়ে আমার
পৃথিবী ভালবাসা
আমি তোমায় বেধে রাখব
ভালবাসা দিয়ে আমার
তুমি বৃষ্টি হয়ে নামলে
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
তুমি নদী হলে
আমি হবো মোহনা
তুমি রাত হলে
আমি হবো জোছনা
আমি হবো মোহনা
তুমি রাত হলে
আমি হবো জোছনা
তুমি বৃষ্টি হয়ে নামলে
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
তোমায় নিয়ে আমি
গড়েছি প্রেমের ভূবন
মরন আসেও যদি
ভালবেসে যাব দুজন
গড়েছি প্রেমের ভূবন
মরন আসেও যদি
ভালবেসে যাব দুজন
তুমি বৃষ্টি হয়ে নামলে
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
আমি হবো বৃষ্টির জল
তুমি আমার চোখের সুরমা
আমি তোমার চোখের কাজল
No comments:
Post a Comment